১৫/০১/২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে ৪৭ বিজিবির উদ্যোগে সীমান্ত জনসচেতনতা সভা

সীমান্ত নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা বাড়াতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ও রংমহল সীমান্ত এলাকায় পৃথক জনসচেতনতা সভার আয়োজন করেছে। বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে তেঁতুলবাড়িয়া ও রংমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি।

৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পার্শ্ববর্তী ভারতীয় সীমান্তে বর্তমানে এসআইআর (Special Intensive Revision) কার্যক্রম চলায় বিএসএফ কর্তৃক পুশ-ইনের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে আনসার-ভিডিপি ও স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি। সীমান্তের ওপার থেকে আত্মীয়স্বজনের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেও বিজিবিকে সহায়তা করার গুরুত্ব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সীমান্ত আইন মেনে চলা এবং সন্দেহজনক যে কোনো কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো প্রতিটি নাগরিকের দায়িত্ব।
অবৈধ অনুপ্রবেশের আইনি জটিলতা, সামাজিক ক্ষতি এবং মাদক চোরাচালানের ভয়াবহতা তুলে ধরে তিনি সীমান্তের জিরো লাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর সীমান্ত সংলগ্ন এলাকায় অযথা যাতায়াত না করা এবং চোরাকারবারীদের সামাজিকভাবে প্রতিরোধ করার পরামর্শ দেন।

সিংকঃ লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, ৪৭ বিজিবি, কুষ্টিয়া।

পড়ুন- ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন সুমন খলিফা হত্যাকান্ডের

দেখুন- ইউক্রেন যু\দ্ধ: দীর্ঘ আলোচনাতেও মিলল না সমাধান | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন