মেহেরপুরে মাদক সেবনের অপরাধে মাসুম রেজা মুন্না (২৮) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,
মাসুম রেজা মুন্না নিজ বাড়িতে মাদকসহ অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর আদালতে হাজির করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকর করে তাকে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
পড়ুন: মেহেরপুরে মাদকসহ এক কারবারি আটক
দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!
ইম/