গ্রাহক সেবা সঠিকভাবে দিতে না পারলে মোবাইল ফোন কোম্পানিগুলোকে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সতর্ক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।
সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা নিয়ে যে বিভ্রান্তি দেখা দিয়েছে তা সঠিক নয়। ২৮ হাজার মোবাইল সেট বন্ধ করার মত কোনো পরিকল্পনাও নেই জানিয়ে প্রতিমিন্ত্রী বলেন, গুজব ঠেকাতে মন্ত্রী এমপিদের ফেসবুক ভেরিফাই করে দেয়া হবে।