১৪/০১/২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মোহনগঞ্জে রাতে স্কুলের ভেতর মাদক সেবন, আটক ৪

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় চারজন আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌরশহরে একটি স্কুলের ভেতর মাদকসেবন করার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার করণশ্রী গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মো. লতিফুর রহমান (৩০), সবুজ মিয়ার ছেলে সজিব মিয়া (২৮) ও পৌরশহরের উত্তর দৌলতপুরের আ. জলিলের ছেলে মো. তুষার আহম্মেদ (২৫) ও মৃত আব্দুল কুদ্দুছের ছেলে হুমায়ুন কবির (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে রাতে নৈশ্যপ্রহরী সানোয়ারের সহায়তায় মাদকসেবন করে ওই চারজন। গোপন খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে মাদকসেবনরত অবস্থায় আটক করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা দিয়ে তাদেরকে আজ (শুক্রবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মোহনগঞ্জেও চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন