১৫/০১/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে উরুসে হাজারো ভক্তদের ঢল

মৌলভীবাজারে হযরত শাহজালালের সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম, হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (রহ.) এর ৬৮৫তম উরুস ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথা অনুযায়ী প্রতি বছরের মতো এবারও বৃহস্প্রতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার শহরে অবস্থিত মাজারে গিলাফ চড়ানো, শিরনি বিতরণ, জিকির আজকার এর মধ্য দিয়ে শীতের সকালে শুরু হয় পবিত্র বার্ষিক উরুস মোবারক।

বিজ্ঞাপন

গিলাফ চড়ানোর সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার তিন আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান, উরুস উদযাপন পরিষদের আহŸায়ক দরগার মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক, সদস্য সচিব জেলা যুবদল সভাপতি জাকির হোসেন (উজ্জল), জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সহ বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত-আশেকানরা। উরুস উপলক্ষে শাহ মোস্তফার মুরিদান ভক্ত অনুরাগীরা প্রতিবছর এখানে এসে যোগ দেন। সারাদিন জিকির ও এবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন তাঁরা। উরুসকে কেন্দ্র করে সাজানো হয় পুরো মাজার প্রাঙ্গণ, ছিলো শিন্নির ব্যাপক আয়োজনও।

উরুস উদযাপন পরিষদের সদস্য সচিব জাকির হোসেন (উজ্জল) বলেন, এবার মোট ৪০ টি গরু শিন্নির জন্য জবাই করা হয়েছে। আজ রাতে আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তার উরুস মোবারক। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে উরুস ও মেলা সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

উরুস ঘিরে মাজারের পাশে শাহ মোস্তফা সড়ক, বেড়িরপাড় সহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যের লোকজ মেলা বসেছে, মূল মেলা একদিনের হলেও তা শুরু হয় আগেরদিন থেকেই। মেলায় দূর দূরান্ত থেকে আসা ব্যাপারিরা নানা পণ্যের পসরা সাজিয়েছেন। খই মুড়ি নাড়–, শিশুদের খেলনার দোকান, মুখোরোচক অস্থায়ী খাবারের রেস্তোরাঁ, থেকে শুরু করে কুটিরশিল্প, শীতের কাপড় সহ সবই আছে এই মেলায়। উরুস ও মেলায় এদিন দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে মৌলভীবাজার শহরে।

পড়ুন: নাজমুলকে অব্যাহতি: খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করবে বিসিবি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন