কোটা আন্দোলন ঘিরে চলমান কারফিউয়ের কারণে বিপাকে, মৌলভীবাজারের খেটে খাওয়া মানুষ। আয় রোজগার নেই, অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন তারা। অলস সময় পার করছেন শ্রমজীবীরা। মৌলভীবাজার সংবাদদাতার রিপোর্ট।
কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে, গত ১৯ জুলাই থেকে সারাদেশের মতো মৌলভীবাজারেও সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়।
তারপর কারফিউ শিথিলের সময় দোকানপাট খোলা শুরু হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাভাবিক লেনদেনে ফিরেছে। সরকারি-বেসরকারি অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ি।
তবে চলমান কারফিউতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। আয় রোজগার না থাকায়, পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন তারা। অলস সময় পার করছেন শ্রমজীবীরা।
বিক্রি কমায় বিপাকে পড়েছেন ক্ষুদে ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতির উন্নতি দেখতে চান তারা।