যমুনা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সেতুর রেলিংয়ের ওপর উঠে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা সেতুর উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল ব্যাহত হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে যাত্রাকালে সেতুর মাঝামাঝি অংশে পৌঁছানোর পর হঠাৎ করে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি সেতুর রেলিংয়ের ওপর উঠে গিয়ে বিকল হয়ে পড়ে। এতে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের মাধ্যমে ট্রাকটি সরিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পড়ুন : যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, কর্তৃপক্ষ বলছে—হেয়ারক্র্যাক


