যশোর শহরের আশ্রম এলকায় ইজিবাইক ধোয়া নিয়ে তর্কের জেরে আরেক ইজিবাইক চালক জাহিদুল কে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আশরাফুল ইসলাম ওরফে আশা কে (২৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৩ অক্টোবর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামি আশরাফুল আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই যশোরের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে যশোর শহরের আশ্রম রোড এলাকায় একটি গ্যারেজে ইজিবাইক ধোয়া নিয়ে চালক জাহিদুল ইসলাম (৪৫) ও আশরাফুলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে আশরাফুল ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি কাঠের লাঠি দিয়ে জাহিদুলের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে জাহিদুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে আশরাফুল নিজেই অন্য একজনের সহায়তায় জাহিদুল কে তার ইজিবাইকে করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে জাহিদুলকে গুরুতর অবস্থায় ফেলে রেখেই সে পালিয়ে যায়। কিছুক্ষণ পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল কে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ছোট ভাই অহিদ শেখ বাদী হয়ে আশরাফুল কে আসামি করে সদর কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পিবিআই, যশোর ছায়া তদন্ত শুরু করে এবং গত ২৩ অক্টোবর পিবিআই যশোরের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আশরাফুল ওরফে আশার অবস্থান শনাক্ত করে।
২৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর এলাকায় র্যাব-৯ এর সহায়তায় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেফতার করা হয়। আশরাফুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের বাসিন্দা হলেও যশোর শহরের আশ্রম রোডে ভাড়া বাসায় থাকতো।
জিজ্ঞাসাবাদে আশরাফুল জানায়, জাহিদুলকে মারধরের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে সে ভয় পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে প্রথমে কালীগঞ্জ যায় এবং পরে বাসে করে হবিগঞ্জে তার চাচার বাসায় আশ্রয় নেয়।
শুক্রবার (২৪ অক্টোবর) আসামি আশরাফুল কে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার আদালতে সোপর্দ করা হলে, সে হত্যাকাণ্ডের দায় নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পড়ুন : কুষ্টিয়ার খোকসায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ শেখ সাদীর


