যশোরে এক রাতে দুই প্রবাসীকে হত্যার ঘটনায় সদরের বাদিয়াটোলা ও আড়পাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তাদের মধ্যে বিজয় মিছিলে অংশ নেয়ার জেরে কাতার প্রবাসী মেহের আলী ও আধিপত্য বিস্তারের জেরে, মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গির আলম মিঠুকে খুন করা হয়।
দুটি ঘটনায় একজনের পরিবার মামলা করলেও অপরজনের পরিবার এখনো মামলা করেনি।
কাতার প্রবাসী মেহের আলী ছিলেন বিএনপি সমর্থক। আর মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গির আলম হত্যা, মাদকসহ একাধিক মামলার আসামি। তাকে গলা কেটে হত্যা করে তারই ঘনিষ্ট বন্ধুরাই। দ্রুত বিচারের দাবি স্বজনদের।