যশোর সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকা থেকে প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ বাসার শেখ নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলার চানপাড়া বাজার এলাকায় ৪৯ বিজিবি একটি আভিযানিক দল তাকে আটক করে। এসময় তার কোমরে বিশেষ ভাবে রক্ষিত স্বর্ণের বারটি উদ্ধার করে।
আটককৃত স্বর্ণ পাচারকারী বাসার শেখ (২৩) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের সোহেল হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চানপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সোনা পাচারকারী বাসার শেখ কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসার শেখ স্বীকার করেছে যে, সে স্বর্ণের বারটি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সে ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এটি সংগ্রহ করে যশোরে নিয়ে এসেছিল।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৮৯ হাজার ১০৯ টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১,৭২০ টাকাও জব্দ করা হয়।
আটক সেনা পাচারকারী বাসার শেখ কে যশোর সদর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : যশোরে ১৬০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ


