যশোরে মোটরসাইকেল ও ইন্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে স্বামী- স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে মনিরামপুরের বাকোশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনজিত কুমার (৪৯) ও পাপিয়া কুমার দাস (৪০) মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিকরগাছা থেকে মোটরসাইকেল যোগে মনিরামপুর যাওয়ার পথে বাকোশপুর বাজার পৌঁছালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন রনজিত কুমার। পরে ফায়ার ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা গুরুতর আহত পাপিয়া কুমার দাসকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন নারীকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। অপর একজনকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে তিনি জানিয়েছেন।
এবিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানা জানিয়েছেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন। এঘটনায় ঘাতক চালক ও ইন্জিনচালিত ট্রলি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়ার মুখে পালিয়ে বাঁচলেন শিক্ষক
দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার
ইম/


