রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করা, নানা সময়ে অপমান অপদস্থ , ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হওয়া এবং প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে আদালতে নালিশি পিটিশন দাখিল করেছেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান (৭০)। রোববার (০৯ নভেম্বর) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি অভিযোগটি দেন।
রাশিদা রহমান যশোরের শাহ আব্দুল হারিম রোডের বাসিন্দা। আর দেলোয়ার হোসেন খোকন শহরের আরবপুর মোড়ের বাসিন্দা বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে।
রাশিদা রহমান পিটিশন উল্লেখ করেছেন, দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিকভাবেই হেও প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে তাকে অপমান অপদস্থ করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের মহিলা দলের সভাপতি হওয়ায় তার অপমান অপদস্থ মুখ বুঝে সহ্য করে আসতেছেন।
গত ৮ নভেম্বর যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় সভা ছিল। বেলা সাড়ে বারোটার সময় সভার শুরুর আগে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। সেখানে যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কথা বার্তার এক পর্যায়ে দেলোয়ার হোসেন খোকন তাকে মারতে তেড়ে আসেন। এবং বলেন বেয়াদব নষ্টা মহিলা, মেরে তোর আর তোর ছেলের পাছার চামড়া তুলে নেব। ৪৮ ঘণ্টার মধ্যে তোর আর তোর ছেলেকে পুলিশ দিয়ে তুলে আনবো। তখন উপস্থিত লোকজনের হস্তক্ষেপে দেলোয়ার হোসেন খোকন নিবৃত হন। তবে হুমকি দিয়ে বলেন, এ বিষয়ে কোন মামলা করলে তোকে খুন করে ফেলবো। তিনি উপস্থিত লোকজনের সামনে লজ্জায় ঘটনাস্থল থেকে চলে যান এবং কোতোয়ালি থানায় যান মামলা করতে। কিন্তু থানা পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দিলে তিনি রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি পিটিশন দাখিল করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল নালিশি অভিযোগটি আমলে নেন এবং তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দেন। একইসাথে আগামী ২০২৬ সালের ৭ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
টিকটকারদের পাগলামীতে অতিষ্ঠ পাবনার মানসিক রোগীরা! |
কক্সবাজার থেকে ঘুরে আসা যুবকের লাশ মিললো চাঁদপুরের আবাসিক হোটেলে


