যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে শার্শা পুলিশ।
গোগা উনিয়নে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করা হয়। রবিবার বেলা ১ টার দিকে গোগা ইউনিয়নের গোগা (বাগান পাড়া), কবরস্থান থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
স্থানীয় মোজাম্মেল হক তার বাড়ীর পাশে আম বাগানের মধ্যে তার পিতার কবর জিয়ারত করার জন্য গেলে কবরের ভেতর দুটি বালতিতে লাল কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে বিষয়টি শার্শা থানা পুলিশ জানায়। খবর পেয়ে শার্শা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় গিয়ে ছয়টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে পরে ককটেল গুলো শার্শা থানায় নিয়ে আসে ।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে আইনি প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে করা হবে ও তদন্ত শুরু হয়ে গেছে বলে জানা যায়।
পড়ুন- প্রশাসনিক বিভাগ বাস্তবায়নের এক দফা দাবিতে উত্তাল নোয়াখালী
দেখুন- সবাই সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা |


