১৫/০১/২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোরের ধর্মতলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

যশোর শহরতলীর ধর্মতলা রেল ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে খুলনা থেকে ঢাকাগামী ‘নকশী কাঁথা মেইল’ ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।


যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, রাত ১টা ৩৩ মিনিটে ‘নকশী কাঁথা মেইল’ ট্রেনটি যশোর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই আউটার সিগন্যালের কাছে ধর্মতলা ওয়ার্নিং রোড এলাকায় রেললাইনের ওপর দুর্ঘটনাটি ঘটে। সেখান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে কাটা পড়েই তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।এ বিষয়ে এসআই মিজানুর রহমান জানান, নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। লাশ উদ্ধারের পর পিবিআই নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তবে ডাটাবেজে তথ্য না মেলায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমানে সিআইডির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


তিনি আরো জানান নিহতের ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন- কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন