যশোরের বাঘারপাড়ার জয়রামপুর গ্রামে ১৪ টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ জামাল নামে এক যুবক কে গ্রেফতার করেছে র্যাব-৬
গ্রেফতারকৃত জামাল সরদার বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের জলিল সরদারের ছেলে।
যশোর র্যাব-৬ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এ,টি,এম ফজলে রাব্বি প্রিন্স জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আজ দিনগত রাত সাড়ে ১২টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে জামাল সরদার নামে এক যুবক কে গ্রেফতার করা হয়, এসময় তার হেফাজত থাকা ১৪ টি ককটেল, চাইনিজ কুড়াল ও ধারালো চাকু উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আরো জানান গ্রেফতারকৃত জামাল সরদার ককটেল গুলা নাশকতা সৃষ্টির জন্যে তার হেফাজতে রেখেছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন।
গ্রেফতারকৃত জামাল সরদার কে ককটেল ও দেশীয় অস্ত্র সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- কুড়িগ্রামে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ


