যশোর শহরে পূর্ব শত্রুতার জের ধরে যশোর মুসলিম একাডেমি স্কুলের নবম শ্রেণির দুই ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
মুসলিম একাডেমির শিক্ষকরা আহত ছাত্রদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের মুসলিম একাডেমি স্কুলের সামনে।
আহত স্কুল ছাত্ররা জানান পু্র্ব শত্রুতার জেরে যশোর জেলা স্কুলের ৮ থেকে ৯ জন ছাত্র তাদের বন্ধু আকাশ কে ধরে নিয়ে যাচ্ছিল। এ সময় সাজিদ ও বাইজিদ তাদের বাধা দিলে, হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে মুসলিম একাডেমির শিক্ষকরা আহত দুই ছাত্রকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত স্কুল ছাত্ররা হলো সদর উপজেলার ফরিদপুর টেকেরহাট এলাকার জামাল ব্যাপারীর ছেলে সাজিদ(১৫) ও শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার হালিম শিকদারের ছেলে বায়জিদ শিকদার(১৫)
পড়ুন: বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন
ইম/


