২০১৭ সালে যাত্রাবাড়ির মাতুয়াইলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে এক জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার বলা হয়, ২০১৭ সালের ২ আগস্ট যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল দরবার শরীফ গলির একটি টিনশেড বাসায় ৭ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে,ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ করে।
পরে দুই হাত পা পাটের রশ্মি, গামছা বেধে মুখে কাপড় গুজে শ্বাসরোধ করে হত্যা করে আসামী মো. রফিকুল ইসলাম।
শিশুটির মৃত্যু নিশ্চিত করে তার লাশ গুম করার উদ্দেশ্যে কম্বল, লুঙ্গি দিয়ে পেঁচিয়ে ঘরের সানসেটের উপর লুকিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আসামি রফিকুল ইসলাম পালিয়ে যায়।
এদিকে আজ রায় ঘোষণার পর ভুক্তভোগীর পরিবার জানান, তারা এই রায়ে সন্তুষ্ট।
পড়ুন: রিমান্ড যা দেয় দিক, শুনানিতে কিছু বলবি না : দিপু মনি
দেখুন: মাছের কাটা কিনে খাচ্ছেন মানুষ!
ইম/