32 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজেহারুল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুনীর্তির অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেহারুল ইসলাম ও তার স্ত্রী লায়লা খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুনীর্তি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক বিষাণ ঘোষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্ত চলছে। শুধু তাই নয় স্ত্রীর ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা রেখেছেন প্রাক্তন এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে। তাই তাদের বিদেশগমন ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

উল্লেখ্য, মাজেহারুল রাজধানীর যাত্রাবাড়ী

এলাকায় তিনটি ছয়তলা ভবনের মালিক ও মাদারীপুর জেলার রাজৈরে গ্রামের বাড়িতে একটি ডুপ্লেক্স ভবন রয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাজেহারুলকে গত বছরের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে মোহাম্মদ আরিফের (১৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এছাড়া তাকে গুলশান থানার সাবেক ওসি এবং তাকে গণঅভ্যুত্থানের সময় কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পড়ুন:যাত্রাবাড়ী থানার ২ হত্যা মামলায় আনিসুল হক-মামুনসহ ৫ জন রিমান্ডে

দেখুন:চট্টগ্রাম কোতোয়ালী থানার সাবেক ওসি জনতার হাতে আটক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন