16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২ পথচারী গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে চলমান কোটা সংস্কার আন্দলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ সময় পুলিশের গুলিতে দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়েছে।

গতকাল বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার পর ওই এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পুলিশ আক্রমণ করে এবং পরে শিক্ষার্থীরাও পাল্টা আক্রমণ করে। একপর্যায়ে কোটাবিরোধী শিক্ষার্থীরা মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা অংশের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় দুই বছরের শিশুসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। একজন নিহত হয়েছেন।

এই এলাকায় রাত সোয়া ৩টার দিকে পুলিশ-র‍্যাব-বিজিবির যৌথ টহলের পর যান চলাচল শুরু হয়। কিন্তু এরপর আন্দোলনকারীরা আবার তা দখলে নেন। বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না এবং ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এবং অফিসগামী মানুষেরাও পড়েছেন চরম ভোগান্তিতে। এমনকি, অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার ‌‌‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী, শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন