এবারও যানজট আতঙ্ক রয়েছে যমুনা সেতু মহাসড়কের ১৩ কি.মি. পর্যন্ত। নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। ফলে আসন্ন ঈদেও, এ মহসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এ ধীরগতি। তাই যান চলাচল নির্বিঘ্ন রাখতে, মহাসড়কে থাকবে সাড়ে ৭ শতাধিক পুলিশ।
দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার চার লেনের কাজ শেষ হওয়ায়, এই অংশে নির্বিঘ্নে যাতায়ত করছেন উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪ জেলার মানুষ। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের চার লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায়, আসছে ঈদেও দুর্ভোগের আশঙ্কায় চালকরা।
দুই বার সময় বাড়িয়েও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কের কাজ শেষ হয়নি। এখনও চলমান সার্ভিস লেনের কাজ। কাজ শেষ না হলে আসছে ঈদেও যানজটের আশঙ্কা সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্টরা জানান, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে ঈদের আগেই মহাসড়কের এই অংশের উত্তরবঙ্গগামী পুরো লেন চলাচলের জন্য ছেড়ে দেয়া হবে।
মহাসড়কে যানজট নিরসনে, পুলিশের সাথে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির স্বেচ্ছাসেবীরাও কাজ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানতে চাইলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বলেন, ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে।
যানজট নিরসনে টাঙ্গাইল অংশে ৬৫ কিলোমিটারে, জেলা পুলিশের সাড়ে ৭শ সদস্য দায়িত্ব পালন করবেন। আগামী ২৫ মার্চ থেকে মহাসড়কে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করবে।
এনএ/