মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভিসানীতির মধ্যে এইচ-১বি ভিসাধারী কর্মীদের সতর্ক করেছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট কোম্পানি গুগল, মাইক্রোসফট, আমাজন। এতে করে এইচ-১বি ভিসাধারী ভারতীয় কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতে কর্মরত ভারতীয় কর্মী সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রে আতঙ্কে ভারতীয় এইচ-১বি ভিসাধারী কর্মীরা
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মতে, বড় বড় আইটি কোম্পানিগুলি ইতিমধ্যেই তাদের কর্মীদের ভিসার বিষয়ে সতর্ক করেছে। যাতে তারা যুক্তরাষ্ট্র ত্যাগ বা বিদেশ ভ্রমণ না করে। কারণ তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
এইচ-১বি কর্মসূচির আওতায় লটারির মাধ্যমে প্রতি বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬৫ হাজার ভিসা অনুমোদন দেয়। মার্কিন আইটি সেক্টরে বিদেশি শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতীয়দের উপর অনেকটা নির্ভরশীল। এইচ-১বি কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি ভিসা পায় ভারতীয়রা। এরপরেই রয়েছে চীনা ও কানাডার নাগরিকরা। গুগল, মাইক্রোসফট, আমাজন ও অ্যাপেলসহ শীর্ষ টেক জায়ান্ট কোম্পানিগুলো তাদের নিয়োগদাতা।
দুইজন এইচ-১বি ভিসাধারী ওয়াশিংটন পোস্টকে জানান, তারা ভারত ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছে। কারণ তারা আতঙ্কিত যদি আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে।

আরেক ভিসাধারী ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, আইনটি পরিবর্তন করা হলে, ভবিষ্যতের যেকোনো শিশু রাষ্ট্রহীন হয়ে পড়বে। এই শিশুরা ভারতীয় বা আমেরিকান কোনো দেশের নাগরিক হবে না।
সম্প্রতি যদিও ট্রাম্প এইচ-১বি ভিসার প্রতি সমর্থন প্রকাশ করলেও, ভারতীয় কর্মীরা তার প্রশাসনের সামগ্রিক অভিবাসন নীতি নিয়ে উদ্বিগ্ন।
দেখুন: ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হবে কি না? কি বললেন রিজওয়ানা হাসান?