অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন বলেছেন,“আপনি যেনতেন নির্বাচন দিয়ে দায় এড়াতে পারবেন না। জুলাই যোদ্ধাদের রক্তের মূল্য দিন, জুলাই সনদ ঘোষণা করুন। আপনি যদি কোনো একটি দলকে দায়িত্ব দিয়ে দেশ ছেড়ে যেতে চান, সেটা ভুল চিন্তা হবে। এ দেশের মানুষ যেনতেন নির্বাচন মেনে নেবে না।”
শনিবার (১৬ আগস্ট) বিকালে মনোহরদী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত “জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ ও গণমিছিল”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী- (মনোহরদী-বেলাব) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মনোহরদী উত্তর সাংগঠনিক থানা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, মনোহরদী দক্ষিণ থানা আমির মাওলানা সানাউল্লাহ, বেলাব উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সোহরাব হোসাইন, মনোহরদী দক্ষিণের সেক্রেটারি তাজুল ইসলাম শাহীন, মনোহরদী উত্তরের সেক্রেটারি মাওলানা একে এম মনির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে হাজার, হাজার কর্মী-সমর্থক একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, পৌরসভা, উপজেলা মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
পড়ুন : সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ


