এই মৌসুমে ডেঙ্গু জ্বর নিয়ে অনেক মানুষই বেশ চিন্তিত রয়েছে। এই রোগে অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর সংখ্যা একেবারে কম নয়। এই রোগটি অবহেলা করলে এটি জটিল আকার ধারণ করা যেতে পারে। যেসব লক্ষণ দেখলে আপনি ডেঙ্গু টেস্ট করাবেন তা জেনে নিন।
ডেঙ্গু জ্বরের সাধারণত তিনটি ক্যাটাগরি আছে ‘এ’, ‘বি’ ও ‘সি’।
প্রথম ক্যাটাগরির রোগীরা হচ্ছে ‘এ’ ক্যাটাগরি। তাদের শুধুমাত্র জ্বর থাকে। তারা বাড়িতে বিশ্রাম নিলেই যথেষ্ট।
‘বি’ ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা, কিডনি বা লিভারের সমস্যা দেখা যেতে পারে। তাদের হাসপাতালে ভর্তি হওয়াই ভালো।
‘সি’ ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। এতে লিভার, কিডনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাধারণভাবে ডেঙ্গু রোগীদের লক্ষণ হচ্ছে জ্বর। তাদের শরীরে জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারো জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা মাথাব্যথা, চেখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ (র্যাশ) হতে পারে। এই লক্ষণগুলো দেখা গেলে আপনি সাধারণত ডেঙ্গু টেস্ট করাতে পারেন।