23 C
Dhaka
শনিবার, মার্চ ২২, ২০২৫

যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে নেত্রকোনায় পিতা-পুত্র আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। আটককৃত পিতা-পুত্রকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন মো. দুর্জয় বেগ (১৭) ও তার পিতা মো. রোকন বেগ (৪৫)। ভুক্তভোগীর পিতার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে শ্লীলতাহানির ঘটনা ঘটলে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পিতা-পুত্রকে আটক করা হয়েছে। তাদেরকে আগামীকাল (শুক্রবার) সকালে জেলা আদালতে সোর্পদ করা হবে।

পড়ুন : জমি সংক্রান্ত বিরোধে নেত্রকোনায় গৃহবধূকে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন