আজ (২৭ জানুয়ারি ) মঙ্গলবার দুপুরে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ সকালে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল আরপিএমপি, রংপুর এর কোতয়ালী থানাধীন মেডিকেল মোড়ে চেকপোস্ট চলাকালীন সময় আহনাব পরিবহণের একটি বাস তল্লাশী করে বাসের বক্সের মধ্যে থাকা একটি ট্রলি ব্যাগে বিশেষ কায়দায় রক্ষিত ২৯ কেজি গাঁজা জব্দসহ বাসটির সুপাইভাইজার মোঃ নুর আলম সিদ্দিকী ও হেলপার মো: মেরাজ (২৬) গ্রেফতার করা হয়েছে।
র্যাব আরো জানায় প্রাথমিকভাবে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামি দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে বাসের মধ্যে সুকৌশলে পরিবহণ করে দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাছাড়া, ধৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান হয়।
পড়ুন- আশুলিয়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন


