বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থানকারী এবং হুমকি প্রদানকারী দুইজন শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে রংপুর মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার (২৪ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতাল প্রদক্ষিণ করে।
পরে পুনরায় ক্যাম্পাসে ফিরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান করে। শেষে অধ্যক্ষের কাছে ডা. সারোয়াত হোসেন চন্দন ও ডা. হৃদয় রঞ্জনের পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে।