রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সামসুজ্জামান সামু পক্ষে ধানের শীষের প্রচারে গণ মিছিল করেছে নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ (কালেক্টরেট) থেকে শুরু হয় এই মিছিল। রংপুর ৩ আসনের বিএনপি’র নেতাকর্মী ও সর্বস্তরের সমর্থকের অংশগ্রহণে গণজোয়ারে পরিণত হয় । যা পরবর্তীতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বলেন, রংপুর তিন আসনের জাতীয় পার্টির দুর্গ হলেও তা ভেঙ্গে দিয়ে এবার ধানের শীষের প্রতিক নিয়ে সামসুজ্জামান সামু বিজয়ী হবে বলে প্রত্যাশা করেন তারা ।


