১৩/০১/২০২৬, ১৩:৪২ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৩:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আবারও রংপুরকে হারাল রাজশাহী

রোমাঞ্চকর এক রানতাড়ায় রংপুর রাইডার্সকে আবারও হারাল রাজশাহী ওয়ারিয়রস। শেষ ওভারে শুধু জয়ের ১ রান দরকার ছিল। নাহিদ রানার করা সেই ওভারের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে রাজশাহীর জয় নিশ্চিত করেন মোহাম্মদ ওয়াসিম। রংপুরের ১৭৮ রানের লক্ষ্য ৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় রাজশাহী।

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি বিপিএলে দ্বিতীয়বার রংপুরকে হারাল রাজশাহী। এর আগে ১ জানুয়ারি সুপার ওভারে জিতেছিল তারা।

দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ো করেছিলেন তাওহীদ হৃদয়। কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে ইনিংস শুরু করেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন ২৫ বছর বয়সী এই ওপেনার। এসএম মেহেরব হাসানের প্রথম ওভারের প্রথম তিন বলেই বাউন্ডারি হাঁকিয়ে নিজের উদ্দেশ্য স্পষ্ট করে দেন হৃদয়। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় চাপ বাড়তে থাকে রংপুরের ওপর। মেয়ার্স (৮), লিটন কুমার দাস (১১) ও ইফতিখার আহমেদ (৮) দ্রুত ফিরে গেলে ১৩ ওভারে দলের রান দাঁড়ায় মাত্র ৮০।

সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হৃদয় ও খুশদিল শাহ। চতুর্থ উইকেটে দুজনের ৫১ বলে ১০৫ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় রংপুর। ৩৯ বলে ফিফটি ছুঁয়ে ফেলার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন হৃদয়। পরের ১৭ বলে তার ব্যাট থেকে আসে ৪৭ রান। শেষ পর্যন্ত ৬ ছক্কা ও ৮ চারে ৫৬ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে দাঁড়িয়ে শেষ বলটিতে জিমি নিশামের ইয়র্কারে রান নিতে না পেরে হতাশা ঝরান হৃদয়। খুশদিল শাহ ৪ চারে ও ৩ ছক্কায় ২৯ বলে করেন কার্যকর ৪৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর।

জবাবে দিতে নেমে রাজশাহী শুরুতেই তানজিদ হাসানকে হারালেও ছন্দ হারায়নি। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম গড়ে তোলেন ম্যাচজয়ী জুটি। দুজনের ব্যাটে ১৪৩ রানের জুটি গড়ে ওঠে, যা কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাজশাহীর হাতে। শান্ত ৪২ বলে ৪ ছক্কা ও ৬ চারে করেন ৭৬ রান। তার বিদায়ের পরও দায়িত্ব নিয়ে ব্যাট চালিয়ে যান ওয়াসিম। আরব আমিরাতের এই ব্যাটার ৫৯ বলে ৪ ছক্কা ও ৭ চারে অপরাজিত থাকেন ৮৭ রানে।

শেষ পর্যন্ত ১৯.১ ওভারেই ৩ উইকেটে ১৭৯ রান তুলে ৭ উইকেটের জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়রস। ম্যাচসেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত।

এই জয়ে পয়েন্ট তালিকায় ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রংপুর রাইডার্স। রানরেটে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস।

স্কোর

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৪ (তাওহিদ হৃদয় ৯৭*, খুশদিল শাহ ৪৪; লামিচানে ১/২১, নিশাম ১/১৭)
রাজশাহী ওয়ারিয়রস: ১৯.১ ওভারে ১৭৯/৩ (মুহাম্মদ ওয়াসিম ৮৭*, নাজমুল হোসেন শান্ত ৭৬; আকিফ ২/৪৩)
ফল: রাজশাহী ওয়ারিয়রস ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত

পড়ুন: ৯৭ রানে অপরাজিত হৃদয়, রংপুরের বড় পুঁজি

দেখুন: ’বড় ভূমিকম্পের আগাম বার্তা শুক্রবারের ভূমিকম্প

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন