18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রদবদল-পদোন্নতি-অব্যাহতিতে প্রশাসনে অস্থিরতা

শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়া প্রশাসন এখনো স্বাভাবিক হয়নি। নাজুক অবস্থায় আগের সরকারের আস্থাভাজন কর্মকর্তারা। কেউ অব্যাহতি পেয়েছেন, অনেককে বদলি করা হয়েছে। বদলি, পদায়ন, পদোন্নতি নিয়ে দৌড়ঝাঁপে অস্থির প্রশাসন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি, পদায়ন কিংবা নতুন নিয়োগের কাজ শুরু করেছে।

গতকালই অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের এক দিনের মাথায় তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

জনপ্রশাসনে রদবদলের পাশাপাশি কথিত বঞ্চিতদের পদোন্নতি দিচ্ছে সরকার। ১৩ অগাস্ট প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়। রোববার ২০১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব করা হয়েছে। ব্যপক রদবদলে অস্থিরতা চলছে প্রশাসনে।

ঢাকা মহানগর পুলিশে ফের বড় রদবদল করা হয়েছে। আগের দাপুটে কর্মকর্তারা আত্মগোপনে। আর বঞ্চিত পুলিশ  কর্মকর্তাদের দৌড়ঝাঁপের কারণে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে পুরো কাঠামোতে।

এই অবস্থার মধ্যেই গতকাল রোববার বিকেলে একযোগে ৭৩ জনকে উপমহাপরিদর্শক  হিসেবে পদোন্নতি দেয়া হয়। এঁদের মধ্যে ৩১ জনকে এসপি থেকে সরাসরি ডিআইজি করা হয়েছে।

যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ক্ষমতা চর্চা ও দুর্নীতি করেছেন তাদেরকে বিচারের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। প্রশাসনে সংস্কারের ক্ষেত্রে আবারও ‘আরেকটি দলীয়করণ’ যাতে না হয় সেবিষয়ে সতর্ক করছেন কোন কোন বিশ্লেষক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন