20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

গাজীপুরে জোড়া খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকার জোড়া খুনের মামলার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই গাজীপুর জেলা। পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: আব্দুর রহমান ওরফে ইদু (২৩)। তিনি জামালপুর জেলার বকশিগঞ্জ থানার নিলিখিরা গ্রামের মোর্শেদ ওরফে হাক্কার ছেলে। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিন ছায়াবিথী এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহেশকুড়া গ্রামের মো: আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (২৫) ও শুক্কুর আলী (২২)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই গাজীপুরের পুলিশ পরিদর্শক মো: রাফিকুল ইসলাম জামান জানান, মামলার বাদী মো: আবুল কাশেম চার ছেলে আল আমিন (৩৫), আমিরুল (৩২), শফিকুল ইসলাম (২৫), শুকুর আলী (২২) সহ গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকার আ: রশিদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তার চার ছেলেই ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ২০২৩ সালের ২০ অক্টোবর বাদীর ৩ ছেলে আমিরুল, শফিকুল ইসলাম, শুকুর আলী সকাল থেকে বিকেল পর্যন্ত ভুরুলিয়া প্রজেক্টে মাছ ধরে বিকেলে বাসায় আসে। মাছ রেখে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে বাদীর দুই ছেলে শফিকুল ইসলাম ও শুকুর আলী বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাদীর পুত্রবধু সুমা আক্তার তারা কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে পাওনা টাকা নিয়ে আসার জন্য তারা দুই ভাই বাঙ্গালগাছ বাঁশবাজারে যাওয়ার কথা জানায়।

রাত সাড়ে ৭টার দিকে (একই তারিখ) জনৈক ফাইজুল ইসলাম রুবেল বাদীকে জানায়, কে বা কারা বাদীর ছেলে শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে জিএমপির সদর থানার বাঙ্গালগাছ এলাকার বাঁশবাজার তিন রাস্তার মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করছে। এ সংবাদ পেয়ে বাদীর পরিবারের লোকজন তাৎক্ষনিকভাবে বাসা থেকে ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলাম ও শুকুর আলীকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। এ ঘটনায় নিহতদের বাবা মো: আবুল কাশেম বাদী হয়ে জিএমপির সদর থানায় একটি হত্যা মামলা (নং ৪৫) দায়ের করেন।

মামলা দায়ের করার পর জিএমপি সদর থানা পুলিশ গত ২০২৩ সালের ২১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৯ জুলাই পর্যন্ত মামলাটি তদন্ত করেন। থানা পুলিশ মামলার মূল রহস্য উদঘাটন করতে না পারায় বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স পিবিআই গাজীপুর জেলাকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেন।

গত ২১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জিএমপি সদর থানার বাঙ্গালগাছ এলাকা থেকে মামলার মূল আসামী আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই এর পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ মামলার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, একই পরিবারের আপন দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। থানা পুলিশের মাধ্যমে মামলাটির রহস্য উদঘাটিত না হওয়ায় বাদীর আবেদনক্রমে পুলিশ হোডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই গাজীপুর জেলা তদন্ত কার্যক্রম শুরু কনে।

এনএ/

আরও পড়ুন: এক রহস্যময় নিষিদ্ধ দ্বীপ ‘সেন্টিনেল’

দেখুন: পৃথিবীর রহস্যময় ৫ ঘটনা, ব্যাখ্যা দিতে অসহায় বিজ্ঞান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন