৩০/০১/২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
৩০/০১/২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটকের তথ্য দিয়েছে যৌথবাহিনী। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যৌথবাহিনী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক বিদ্যুৎ চাকমা ওরফে সুরেশ রাঙামাটির নানিয়ারচর উপজেলার দেওয়ানপাড়া গ্রামের হরিদাশ চাকমার ছেলে।আটকের সময় বিদ্যুৎ চাকমার কাছ থেকে একটি এলজি অস্ত্র, দুইটি রাউন্ড অ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, একটি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪৮০ টাকা এবং দুইটি হিসাবের খাতা জব্দ করা হয়।

যদিও সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্রসহ আটক বিদ্যুৎ চাকমা পাহাড়ের কোনো আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মী কিনা- এসব নিয়ে কোনো তথ্য দেয়নি যৌথবাহিনী।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা জানান, আমাদের কাছে তথ্য ছিল সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে ওই এলাকায় ব্যবসায়ীদের গাড়ি আটক করে চাঁদাবাজি করে আসছে। গোয়েন্দা সূত্রে জানতে পারি শুকনাছড়া এলাকায় ৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে; এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হই। পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন