রাঙামাটিতে ‘অপারেশন ডেভিল হান্টে’ সনাতন যুব পরিষদের জেলা সভাপতি ও যুবলীগ কর্মী অজিত শীলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) তাদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরমধ্যে বেলা ১১টার দিকে তবলছড়ি বাজার থেকে অজিত শীল ও বিকেলে আসামবস্তি এলাকা থেকে মানস মজুমদারকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার অজিত শীল (৪২) হিন্দু ধর্মীয় সংগঠন সনাতন যুব পরিষদের রাঙামাটি জেলা সভাপতি ও যুবলীগ কর্মী। গ্রেপ্তার আরেক ব্যক্তি মানস মজুমদার যুবলীগ কর্মী বলে জানা গেছে।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বেলা ১১টার দিকে অপারেশন ডেভিল হান্টে অজিত শীলকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। বিকালে মানস মজুমদার নামে আরেক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পড়ুন : রাঙামাটিতে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ


