26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাঙামাটির রাজবন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিভিন্ন রাজবন বিহারসহ বৌদ্ধ বিহার ও শাখা বনবিহার গুলোতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা হিসেবে উদযাপন করে। প্রবারণা হল আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের ধর্মীয় উৎসব।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ সকাল থেকে রাঙামাটি রাজবন বিহারে বৌদ্ধ বিহারগুলোতে  পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তিদান, অন্নদানসহ নানাবিধ দানের মধ্যদিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে।

ধর্মীয় অনুষ্ঠানে আজ ভোরে রাঙামাটির বিভিন্ন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, মঙ্গল সুত্র পাঠ, বুদ্ধ পুজা, পঞ্চশিল প্রার্থনা, মহাসংঘ দান, প্রদীপ পুজা, হাজার বাতি দানসহ বিভিন্ন দানানুষ্ঠানের মধ্যদিয়ে প্রবারণা পালন করা হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ সকল প্রাণীর মঙ্গল কামনা ও বিশ্ব শান্তি কামনাশনসমবেত প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন