রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া চাইঞোরিবাজারে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পাইশিথোয়াই মারমা (৩৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা পাইশিথোয়াই মারমার স্ত্রী ও দুই শিশু সন্তান আহত হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর দেড়টায় বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামেন এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক পাইশিথোয়াই মারমা রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার সন্তান। সে বেতবুনিয়া কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর দেড়টায় কাউখালী উপজেলার বেতবুনিয়া চাইঞোরিবাজারে কাভার্ভভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত পাইশিথোয়াই মারমার স্ত্রী থুইপ্রু মারমা, মেয়ে মাসিসিং মারমা (৮) ও ছেলে হ্লাসাইউ মারমা (৩) আহত হন।
নিহত পাইশিথোয়াই মারমার বড় ভাই উসি থোয়াই মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান থেকে ফেরার সময় বেতবুনিয়া বাজারে তার (পাইশিথোয়াই মারমা) বাইকে একটি পিকআপ এসে ধাক্কা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাউজানে মারা যায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানের চালক পুলিশ আব্দুর রহিম (৩৮) হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পড়ুন: বিএনপির ৩১ দফা নিয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের র ্যালী
দেখুন: বরিশালে বিএনপির বিক্ষোভ; ছাত্রদলের দুইপক্ষের সং*ঘর্ষ
ইম/


