১৪/০১/২০২৬, ২২:২৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২২:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে শিক্ষার্থীদের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্যাম্পেইন

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে সচেতনতামূলক র‍্যালি, খেলার মাঠ পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

এদিন সকালে কর্মসূচির শুরুতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর বিদ্যালয়ের খেলার মাঠ পরিষ্কার করেন শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের হলরুমে গ্রীণস্কুল ক্যাম্পেইন ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। পুরো আয়োজনে সহযোগিতা করেছে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে, কর্ণফুলী সুরক্ষা পরিষদ এবং ইয়ুথ গ্রুপ।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, পল্লী-দারিদ্র বিমোচন ফাইন্ডেশনের রাঙামাটির সিনিয়র সহকারী পরিচালক ওয়ালিউল্লাহ তালুকদার ও রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তন্দ্রা চাকমা।

এসময় পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের ছোট থেকেই সচেতন করতে হবে। আমরা যেভাবে নিজেদের বাসস্থান বসতবাড়ি ও আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তেমনিভাবে পুরো পৃথিবীকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা সবাই এ পৃথিবীতে বাস করছি, প্রতিটি জীবের আবাসস্থল এই পৃথিবী।

পড়ুন- বরগুনায় রাতের আঁধারে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

দেখুন- ’বড় ভূমিকম্পের আগাম বার্তা শুক্রবারের ভূমিকম্প’ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন