২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ৮ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে নির্বাচন কমিশনের (ইসি) তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন পর্যন্ত ১৩ জন প্রার্থী সংগ্রহ করলেও দাখিল করেন ৮ জন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফীর কাছে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, জামায়াত মনোনীত প্রার্থী মোখতার আহম্মদসহ বেশিরভাগ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে এর আগেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাঙামাটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি ৭ জন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করছেন।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, জামায়াতের মনোনীত প্রার্থী মোখতার আহম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা, খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল বাশার (বাদশা) এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
তবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী প্রিয় চাকমা, জাকের পার্টির মনোনীত প্রার্থী আ. হক মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য মৈত্রী চাকমা ও নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমা ও কল্যানপ্রিয় চাকমা নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি।
রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা পড়েছে ৮টি। এই ৮টির মধ্যে ৭টি রাজনৈতিক ও একটি স্বতন্ত্র। এছাড়া আমাদের উপজেলাগুলোতে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। সর্বমোট ১৩টি মনোনয়নপত্র নেয়া হলেও জমা পড়েছে ৮টি।
এদিকে, এনসিপি মনোনীত প্রার্থী প্রিয় চাকমা রাঙামাটি আসনে দলীয় মনোনয়নে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জামায়াতের সঙ্গে নির্বাচনি ‘সমঝোতা’ হওয়ায় এ আসনটি থেকে সরে দাঁড়াল দলটি।
অন্যদিকে, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষদিনেও পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ সমর্থনে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেনি। এতে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে আঞ্চলিক রাজনৈতিক দলের কোনো প্রার্থী নেই। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) তফসিল ঘোষণার আগে থেকে ভোটে অংশগ্রহণের কথা জানালেও শেষাবধি প্রার্থী দেয়নি দলটি। ভোটে অংশগ্রহণের কথা বলেও শেষ পর্যন্ত নির্বাচন না আসা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি দলটি।
ছবি: বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান মনোনয়নপত্র দাখিল করছেন।
পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |
ইম/


