২৯/০১/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
21 C
Dhaka
২৯/০১/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেলে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়াের্ড কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এ ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হন। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে গাছবহনকারী মিনি পিকআপ ঢালু রাস্তায় উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে গিয়ে গাড়িতে থাকা তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, রাতের বেলায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো রাখা আছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, নিহত দুজনের লাশ হাসপাতালের মর্গে আছে। এখনো তাদের স্বজনরা আসেননি। স্বজনরা আসলে আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।

পড়ুন- সুস্থ জীবন গঠনে ম্যারাথন দৌড় ভূমিকা রাখবে: মাগুরায় শিল্পসচিব

দেখুন- ক্রিকেটে নজিরবিহীন কান্ড, ক্রিকেটারদের বয়কটে বিপিএলে ম্যাচ পণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন