২৯/০১/২০২৬, ২১:১২ অপরাহ্ণ
24 C
Dhaka
২৯/০১/২০২৬, ২১:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে হুমকি, থানায় জিডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রার্থী নিজেই।

বিজ্ঞাপন

জিডিতে পহেল চাকমা উল্লেখ করেন, ১৭ জানুয়ারি (রোববার) রাত আনুমানিক ৮টার দিকে শহরের স্টেডিয়াম মার্কেটে আমার অফিস কক্ষে অজ্ঞাত ২ জন মোটরসাইকেল করে এসে আমার অফিস হতে ক্যাফে কবরক রেষ্টুরেন্টে নিয়ে গিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমাকে বিভিন্ন ধরণের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, গতকাল (রোববার) রাতে অজ্ঞাত দুইজন ব্যক্তি এসে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বলে। যদি আমি সরে না যাই, তাহলে আমাকে মারার হুমকি দেয়া হয়। এরপর রাতে আমি থানায় একটা ডায়েরি করেছি এবং প্রচারণাসহ জীবনের নিরাপত্তা চেয়ে জেলা রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছি।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, রাতে থানায় একটি ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করতেছি।

এর আগে, ১ জানুয়ারি রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করেন। এসময় পহেল চাকমার সমর্থক ফরমে ৭৯টি স্বাক্ষর কম থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ব্যতিত বাকি সাতজন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ১১ জানুয়ারি প্রার্থিতা ফিরে পান পহেল চাকমা।

পড়ুন- কালাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

দেখুন- তিন অভিযোগ নিয়ে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন