26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

রাঙ্গামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে বিহারে বিহারে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা,সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তিদান, অন্নদানসহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। সকলের সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিহার গুলোতে সমবেত প্রার্থনায় মিলিত হন দায়ক-দায়িকারা।

রাঙ্গামাটি রিজার্ভ বাজার ঝুলিক্কা পাহাড় স্বধর্ম বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বন বিহারে অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাদর্শী থের ও বৌদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনা পাল থের। বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে অনুষ্ঠানে জাতি ধর্ম সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, স্বধর্ম বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সদস্য উদয়ন বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গৌতম বুদ্ধের নীতি অনুসরণ করে বৌদ্ধ বিহারে ভিক্ষুগণ নির্বানগানী হওয়ার জন্য এবং জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় ৩ মাস বর্যাব্রত পালন করেন। এই প্রবারণা পূর্ণিমায় বর্ষাবাস শেষ করেন বৌদ্ধ ভিক্ষুরা। প্রবারণা পূর্ণিমার মধ্যে দিয়ে শুরু হয় বিহারে বিহারে ১ মাস ব্যাপী বৌদ্ধদের শ্রেষ্ঠদান দানোৎতম মহান কঠিন চীবর দানোৎসব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন