রাজধানীতে আজও কোনো কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি ও তাদের সমমনা দলগুলো। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ ও নয়াপল্টন এলাকায় ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা। এদিকে, কোটা আন্দোলনে হতাহতদের হিসাব প্রকাশের দাবি করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত শুক্রবার বিএনপি ও তাদের সমমনা দলগুলোর কর্মসূচি ঘিরে, উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টন এলাকা।
এর ঠিক এক সপ্তাহ পর, এলাকাটির ভিন্ন পরিস্থিতি। পুরো নয়াপল্টন এলাকা ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, শান্তিনগর মোড়, কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় ও পল্টন মোড় এলাকার প্রতিটি গলির মুখে, তাদের অবস্থান ছিলো চোখে পড়ার মতো।
এমন অবস্থায় গায়েবানা জানাজাসহ কোনো কর্মসূচিই পালন করেনি বিএনপি ও তাদের সমমনা দলগুলো। এদিকে, গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি অভিযোগ করে বলেন, তার দলের জ্যেষ্ঠ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি করছে। অনেককে গুম করে নির্যাতনের কয়েকদিন পর, আদালতে হাজির করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
কোটা আন্দোলন ঘিরে হতাহতদের তালিকা প্রকাশের দাবি জানান মির্জা ফখরুল। সেনা মোতায়েন ও কারফিউ প্রত্যাহারের দাবিও জানান তিনি।
এদিকে, দুপুরে রাজধীর প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, উদিচিসহ কয়েকটি সংগঠন।