রাজধানীর মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশনের। আর সিটি করপোরেশন ঠিকমতো মশা মারছে কিনা সেটা তদারকির দায়িত্ব সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এবার একসঙ্গে এই দুই প্রতিষ্ঠানের দুই শীর্ষ ব্যক্তিত্বের একসঙ্গে মশার কামড় খেয়ে অতীষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। তারা নিজেরাও মশার কামড় খেয়ে উষ্মা প্রকাশ করেন। এ দুই ব্যক্তি হলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এমপি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আর এ ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায় একটি খালে পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে।
উত্তরার ১২ ও ১৪ নম্বর সেক্টরের মধ্যে অবস্থিত খালটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর অংশ হিসেবে ১২ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজের পাশে খালপাড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তারা অনুষ্ঠানে যোগ দেন। এর আগেই অনুষ্ঠানস্থলে ডিএনসিসির কর্মীরা মশার ওষুধ স্প্রে করে। তারপরও মশা ভন ভন করতে থাকে। সেই সঙ্গে সবাইকে কামড়াতে থাকে। অনুষ্ঠান শুরুর পর মঞ্চে বসে থাকা সবাইকেই দেখা যায় শুধু শরীর চুলকাতে।