আন্দোলনের আগুন ছড়িয়েছে রাজধানীর সায়েন্সল্যাব, মিরপুর ও মহাখালীতেও। সংঘর্ষে ঘটেছে প্রাণহানির ঘটনা। আহত অনেক মানুষ। আগুন জ্বলেছে সড়কে, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এলাকায়। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিনভরই দেখা গেছে শান্ত।
রণক্ষেত্র রাজধানীর সায়েন্সল্যাব এলাকা।
দুপুরের পর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। যুবলীগ-পুলিশ, বিপরীতে ল্যাবএইড হাসপাতালের সামনের ও পেছনের সড়কে শিক্ষার্থীরা এক পর্যায়ে সায়েন্সল্যাব মোড়ের দখল নেয় শিক্ষার্থীরা।
মিরপুর সড়ক ধরেই সামনে এগুলো দেখা যায় আন্দোলনের তীব্রতা ক্রমাগত বাড়ছে। ধানমণ্ডি সাতাশ নম্বরে সংঘর্ষে রাবার বুলেট ছোড়ে পুলিশ। নিহত হয় রেসিডেনশিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান।
এরপর যেন বিস্ফোরণের মতো শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েন মিরপুর ১০ নম্বরসহ পুরো এলাকায়। আহত হন অনেকে।
মহাখালীতেও রাস্তা অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশের রাবার বুলেট, টিয়ারশেলও দমাতে পারেনি।
তবে আজই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় শান্ত। নেই ছাত্রলীগ কিংবা সাধারণ শিক্ষার্থীদের মিছিল। তবে শাহবাগে যুবলীগ জড়ো হয়। আর বিকেল নাগাদ, নীলক্ষেত ও আজিমপুরে শিক্ষার্থীদের জমায়েতের খবর পাওয়া যায়।