রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। সুজন (৩৪), ২। মোজাহিদ ওরফে রকি (২৮), ৩। মোঃ অনিক (২২) ও ৪। মোঃ বিল্লাল হাওলাদার (২৮)। রবিবার (০৫ জানুয়ারী ২০২৫ খ্রি.) ২২:৩৫ ঘটিকায় গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, পল্টন থানা এলাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ২২.১৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পল্টন মডেল থানার একটি চৌকস টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুজন, মোজাহিদ, অনিক ও বিল্লালকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ছিনতাই করার উদ্দেশে উক্ত স্থানে সমবেত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টিএ/