১৫/০১/২০২৬, ২০:৪৪ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ২০:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীতে ঈদ আনন্দ মিছিল

রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল আয়োজন করা হয। যেখানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

আজ সোমবার (৩১ মার্চ) সকালে আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ হয়।

মিছিলে ছিল সুসজ্জিত পাঁচটি রাজকীয় ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। সুলতানি ও মোগল আমলের ঐতিহাসিক উপস্থাপনায় পাপেট শো ছিল অংশগ্রহণকারীদের বাড়তি আনন্দের উৎস। আয়োজন শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি পরিবেশন করা হয় এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

অনেক অংশগ্রহণকারী জানান, এভাবে শহরে ঈদ উদযাপন দেখে তারা ভীষণ আনন্দিত। তারা চান, প্রতিবছর এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকুক। এছাড়া, তারা জানান, এর আগে এমন মিছিলের কথা শুনলেও এবারই প্রথম দেখার সুযোগ পেলেন এবং ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন হওয়া প্রয়োজন।

এনএ/

দেখুন: পেঁয়াজের রাজধানী সুজানগরেই নেই সংরক্ষণাগার, কৃষকদের ক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন