১৫/০১/২০২৬, ১৪:৩৬ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৪:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল

দেশে এখন চলছে হিংসা-প্রতিহিংসা আর হানাহানি। এই চক্র থেকে বেরিয়ে নতুন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়েন লক্ষীরহাটে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধে থাকার আহব্বান জানিয়ে বলেন,নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সকলে একত্রিত হয়ে দেশটিকে গড়ে তুলবো,শান্তি প্রতিষ্ঠা করবো এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।তাই সকলে একত্রিত থাকবো। এখানে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান কারো মধ্যে কোন বিভাজন থাকবেনা।

আওয়ামীলীগের কারণেই নানান হয়রানি হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন,আওয়ামী লীগ সরকারের কারণে আমাদের অনেক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। এই অবস্থা আমরা আর চাইনা।

নির্বাচন চেয়ে ফখরুল বলেন,আমরা চাই দেশে একটা নির্বাচন হোক। কারণ এই নির্বাচন হলে আমরা একটা সরকার গঠন করতে পারি। কারণ যেই সরকার গঠন হোক সেটা তো আমাদেরই হবে,জগনের হবে। আমরা তাহলে আমাদের সুখ-দুখের কথা সেই সরকারকে বলতে পাড়বো। তারা আমাদের সাহায্য করবে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পরে ওই ইউনিয়নে আরো একটি স্থানে গণসংযোগে যোগ দেন মির্জা ফখরুল।

পড়ুন: শেখ হাসিনা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : মির্জা ফখরুল

দেখুন: শেখ হাসিনা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: মির্জা ফখরুল 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন