ব্যাঙের আওয়াজ অনেক বড়, রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে, আর তারাই বলছে সরকারের ভিত নেই। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজনীতির এসব ব্যাঙগুলো কিছু পরিত্যাক্ত মানুষ, যারা ঘুরে ঘুরে দল বদল করে। এসময় তিনি স্বাধীনতা পরবর্তীতে দেশ গঠনে রেডক্রিসেন্ট সোসাইটির অবদানের কথা তুলে ধরেন।