জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেছেন, আওয়ামী লীগের তো ১০, ১৫, ২০ শতাংশের মতো সমর্থন আছে এবং তাদের প্রত্যেকে যে ক্রিমিনাল তা না, প্রত্যোকের যে হাতে রক্তের দাগ আছে তাও না। এরা তো রাজনৈতিক একটা জনগোষ্ঠি, আমরা যদি এদেরকে ছেড়ে দিই, এদেরকে আত্মীকরণ না করি, তাহলে আমরা আওয়ামী লীগকে ফিরে আসার রসদটা রেখে দিলাম।
তিনি বলেনর, এদের যারা ভালো অংশ, সুষ্ঠুভাবে রাজনীতি করতে চায়, তাদেরকে সবগুলো দল ক্রপ করা উচিৎ। যাতে করে আওয়ামী লীগ ফিরে আসার বা ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ না থাকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা আয়োজিত মিট দ্য প্রেস এ বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনকে লক্ষ্য করে এখন সাংগঠনিক কাজ করছেন তারা। শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলায় আহবায়ক কমিটি ঘোষণা করবে। তবে সেই কমিটিতে জুলাই-আগস্টে যারা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাদের হাতে রক্তের দাগ রয়েছে এবং যারা অপরাধী, সেই ধরনের কারও স্থান হবে না। প্রকৃত জুলাই যোদ্ধাদের নিয়েই জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হবে। সেখানে জুলাইয়ের নারী যোদ্ধাদের স্থানও হবে সম্মানজনক।
মিট দ্য প্রেসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের সংগঠক নফিউল ইসলাম, কেন্দ্রীয় সদস্য তুহিন এমরান, নোয়াখালীর সংগঠক কাজী মাঈন উদ্দীন তানভীর, মো. ফারুক, ইঞ্জিনিয়ার ইকবাল, ইয়াছিন আরাফত, তুষার ও মেহেদী হাসান সীমান্ত প্রমূখ উপস্থিত ছিলেন।
পড়ুন : নোয়াখালী-৫ আসনে ধানে শীষের প্রার্থীর শো ডাউনে গণ-জোয়ার


