বিগত সরকারের সময়ে কেউই পুঁজিবাজারকে ধারণ করেনি। ক্ষমতা গেলে বিএনপি পুঁজিবাজারকে ধারণ করবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া পুঁজিবাজারকে স্বচ্ছতায় আনতে আইন পরিবর্তন করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
গত ১৫ বছর রাজনৈতিক হাতিয়ার হিসেবে স্টক মার্কেটকে ব্যবহার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তারা পুঁজিবাজারকে ধারণ করবে। বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে ডিবিএ আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পথ’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনেক কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মতামতের বাইরে অনুমোদন দেয়া হয়েছে যেগুলো এখন জেড ক্যাটাগরিতে নেমে এসেছে বলে জানিয়েছেন, সাবেক বিএসইসি চেয়ারম্যান।
বিএসইসির ২সিসি ধারায় ক্ষমতার অনেক অপপ্রয়োগ করা হয়েছে। তাই এই ধারা বাতিল করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিগত সময়ে স্টক এক্সচেঞ্জে যে স্বাধীন পরিচালক নিয়োগ দেয়া হয়েছিল তারা কাজ করতে পারেননি স্বাধীনভাবে। বলছে ডিবিএ প্রেসিডেন্ট।
শেয়ারবাজার ভালো করতে হলে প্রয়োজন যুগপোযোগী আইন প্রণয়ন। সেই সঙ্গে প্রয়োজন স্টক এক্সচেঞ্জের স্বাধীনতা। পুঁজিবাজার ভালো থাকলে থাকলে ভালো থাকবে দেশের অর্থনীতি-এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
এনএ/