আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খানকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে দলীয় নেতাও কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পরে ঢাকা – খুলনা মহাসড়ক হয়ে মোটর সাইকেলযোগে গোয়ালন্দ বাজার,পৌর জামতলা বাজারে গণসংযোগ করেন।
রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া ৪ নং ফেরিঘাটে গণঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি দৌলতদিয়া ফেরিঘাট ও গোয়ালন্দ বাজার এলাকায় ট্রাক প্রতীকের প্রচারণা ও সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। এরপর রাজবাড়ী সদর উপজেলায় দিনব্যাপী গণসংযোগের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।
গণসংযোগে এসময় আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাগর শেখসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গণঅধিকার পরিষদ মনোনীত রাজবাড়ী-১ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান নাগরিক টিভিকে বলেন, গনঅধিকার পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর আমাকে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন দিয়েছে। আমি দীর্ঘদিন বিদেশে অবস্থানরত অবস্থায় তার সাথে দলের সকল কর্মকান্ডে অংশ নিয়েছি। তিনি আমার উপর ভরসা রেখে রাজবাড়ী-১ আসনের জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজবাড়ী-১ আসন তাকে উপহার দিতে পারব বলে আশা করছি। তিনি আরো বলেন, আমি নেতা না হয়ে জনগণের সেবক হয়ে রাজবাড়ী-১ আসনে কাজ করে যেতে চাই।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

