আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রোববার বিকেলে রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত প্রায় এক ঘন্টা অবস্থানের ফলে মহাসড়কের উভয় দিকে যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন আটকা পড়া শত শত যানবাহনের যাত্রী এবং চালক। সাড়ে ৫টার দিকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলা সহ ১২টি ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
জানা যায়-গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পর থেকে রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন।
উল্লেখ্য-রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পান রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বিক্ষোভ সমাবেশে এ্যাড: মো: আসলাম সমর্থকরা বলেন,মনোনয়ন চুড়ান্ত হওয়ার সময় রাজবাড়ী- ১ আসনের পরীক্ষিত নেতা এ্যাড: মো: আসলাম নাম ঘোষনা করতে হবে, তানা হলে আমরা আজকের থেকে আরো বড় কর্মসূচী ঘোষনা করবো।
পড়ুন : রাজবাড়ীতে পজিশনের দাবীতে ভুক্তভোগী ব্যবসায়ী বৃন্দের মানববন্ধন


